নিজস্ব সংবাদদাতা : দুর্ঘটনার কবলে পুলিশের প্রিজম ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা মারল প্রিজম ভ্যান। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কের উলুবেড়িয়ার কৈজুড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ১৬ নং জাতীয় সড়কের কোলকাতামুখী লেন ধরে কোলাঘাটের দিক থেকে কোলকাতার দিকে যাচ্ছিল একটি প্রিজম ভ্যান। মঙ্গলবার সকাল পৌঁনে দশটা নাগাদ উলুবেড়িয়ার কৈজুরির কাছে প্রিজম ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডরেল টপকে সার্ভিস রোডে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে। জানা গেছে, প্রিজম ভ্যানটিতে চালক সহ আরও দু’জন ছিলেন। দুর্ঘটনায় তিনজনেই অল্পবিস্তর আহত হন। দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে যায় প্রিজম ভ্যানটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা তা এখনো জানা যায়নি।
উলুবেড়িয়ায় দুর্ঘটনার কবলে পুলিশের প্রিজম ভ্যান, নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে ধাক্কা
Published on: