নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই দেশজুড়ে পালিত হবে ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলনে দেশবাসীকে উৎসাহিত করতে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি নিয়েছে ভারত সরকার। সেই কর্মসূচিতেই পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা তুলে দিল ভারতীয় ডাক বিভাগ। ভারতীয় ডাক বিভাগের আমতা পোস্টাল সাব-ডিভিশনের পক্ষ থেকে সোমবার আমতা-১ ব্লকের সোনামুই ফতে সিং নাহার উচ্চ বিদ্যালয়, সোনামুই কাদম্বিনী গার্লস হাই স্কুল, উদং উচ্চ বিদ্যালয়, সোনামুই হরিসভা প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়৷ পাশাপাশি, তাঁদেরকে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করেন ডাক বিভাগের আধিকারিকরা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা পোস্টাল সাব-ডিভিশনের ইন্সপেক্টর রাজু সিং সহ অন্যান্যরা।
হর ঘর তিরঙ্গা, আমতায় স্কুলে স্কুলে পতাকা দিল ভারতীয় ডাক বিভাগ
Published on: