আমতায় তৃণমূলের প্রতিবাদ সভা, সুস্থ হয়ে সভায় যোগ মন্ত্রী নির্মল মাজির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গ্রামীণ হাওড়ার আমতায় প্রতিবাদ সভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকালে আমতা পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সভা অনুষ্ঠিত হয়। করোনা থেকে সুস্থ হয়ে এই দলীয় কর্মসূচিতে যোগ দেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তিনি ছাড়াও এদিনের সভায় ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, আমতা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ধনঞ্জয় বাকুলী সহ অন্যান্যরা।

এদিনের সভায় দাঁড়িয়ে নির্মল মাজি বলেন, “আমি মৃত্যুমুখ থেকে ফিরে এসেছি। শুধু মানুষের আশীর্বাদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আছে বলে দ্রুত আবারও লড়াইয়ের ময়দানে নামতে পেরেছি।”

তিনি আরও বলেন, “বাংলার দুর্গা মমতা, বাংলার শ্যামাকালী মমতা। শুভ শক্তির উন্মেষ হবেই হবে। সাধারণ মানুষ তার অধিকার পাবে। সামনেই লড়াই। সেই লড়াইয়ে আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়ব। আর প্রত্যেকটা বিধানসভায় বিপুল ভোটে জয়লাভ করে সর্বকালীন পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্রে আমরা ইতিহাস তৈরি করব।”