নিজস্ব সংবাদদাতা : অগণিত ভক্তকে কাঁদিয়ে ৫৪ বছর বয়সেই চলে গেলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার ইরফান খান। ২০১৮ তেই ধরা পড়েছিল ক্যান্সার।
তবুও অদম্য ইচ্ছেশক্তিকে সাথে নিয়ে মারণ রোগের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। সাথে চলছিল শ্যুটিংয়ের কাজও। সূত্রের খবর, গতকালই তিনি মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভর্তি হন। কিন্তু সব লড়াইয়ে অবসান ঘটল বুধবার বেলায়।
মুম্বাইয়ের ওই বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের এই তারকা। উল্লেখ্য, কয়েকদিন আগেই মা’কে হারিয়েছিলেন। লকডাউনের জেরে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও ভিডিওর মধ্য দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছিলেন।
চলে গেলেন, তবু রেখে গেলেন নিজ সৃষ্টিকে, নিজ কীর্তিকে। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। স্মৃতির খাতায় রেখে গেলেন লাইফ অফ পাই, পিকু, পান সিং তোমার, লাঞ্চবক্স, ডুব, তলোয়ারের মতো বক্সঅফিস কাঁপানো বহু সিনেমা।