পথ নিরাপত্তার বার্তা নিয়ে বাংলা থেকে মুম্বাইয়ের পথে যুবক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব প্রতিবেদক : বেপরোয়া ভাবে বাইক বা গাড়ি চালানোর প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। এতে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তেমনই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। পথনিরাপত্তার স্বার্থে বাংলায় ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ শীর্ষক কর্মসূচি বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। এবার পথনিরাপত্তার স্বার্থে যুব সমাজকে সচেতন করার বার্তা নিয়ে পায়ে হেঁটে বাংলা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে পাড়ি দিলেন এক যুবক। জানা গেছে, গত ১৭ ই অক্টোবর বর্ধমান শহর থেকে যাত্রা শুরু করেন বর্ধমানের মেমারি থানা এলাকার বছর তিরিশের যুবক নিরুপ ঘোষ। পা’য়ে হেঁটে তিনি বৃহস্পতিবার দুপুরে উলুবেড়িয়ার জামবেড়িয়ায় এসে পৌঁছান। ১৬ নং জাতীয় সড়ক সংলগ্ন একটি ধাবায় বিশ্রাম নিয়ে ফের শুরু হয় তার পথচলা। নিরুপ ঘোষ জানিয়েছেন, বাংলা, ওডিশা, ছত্তিসগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র হয়ে তিনি মুম্বাই পৌঁছাবেন। প্রায় আড়াই হাজার কিমি পথ তিনি পা’য়ে হাঁটবেন। নিরুপের কথায়, বর্তমান যুব সমাজের অনেকেই বিশৃঙ্খল জীবনযাপন করছে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…

অনেকেই বেপরোয়া গাড়ি চালাচ্ছে। এর জেরে নিজের যেমন প্রাণহানি ঘটছে, তেমনই অন্যের প্রাণ যাচ্ছে। আর এই বেপরোয়া গতির জেরেই অন্ধকারে ডুবছে বহু পরিবার। তিনি বলেন, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘সেফ ড্রাইভ, সেভ লাইভ’ ভীষণ কার্যকরী একটি কর্মসূচি। এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে ও সকলকে পথ নিরাপত্তা সম্পর্কে এবং পরিবেশ বাঁচানোর বার্তা দিতেই তিনি বাংলা থেকে পা’য়ে হেঁটে মুম্বাই চলেছেন। প্রতিদিন গড়ে প্রায় ৪০-৪৫ কিমি হাঁটছেন। হাঁটার মাঝে কখনো বিশ্রাম নিচ্ছেন। জাতীয় সড়ক সংলগ্ন এলাকার কোনো হোটেল বা কোনো শুভাকাঙ্ক্ষীর বাড়িতে রাত্রিবাস করছেন। আবার সকাল হলেই পিঠে ব্যাগ,ম্যাট্রেস আর কাঁঠে জাতীয় পতাকা নিয়ে হাঁটা শুরু করছেন নিরুপ। নিরুপ জানিয়েছেন, আগে তার একটি পোল্ট্রি ফার্ম থাকলেও এখন তিনি সেভাবে কিছু করেননা। বাড়িতে রয়েছেন মা। পরিচিত বন্ধুবান্ধব, পথচলতি মানুষ তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। নিরুপের কথায়, ছোটো থেকেই মুম্বাই যাওয়ার স্বপ্ন দেখতাম। ছোটো বেলার স্বপ্ন পূরণ করতে পথে নেমেছি, তবে একটু অন্যভাবে, অন্য ভাবনা নিয়ে। আর সেই লক্ষ্যেই পায়ে হেঁটে দেশের বাণিজ্য নগরীর পথে এগিয়ে চলেছেন নিরুপ ঘোষ।