নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু অধিকারীর সমর্থনে পোষ্টার নিয়ে বচসার জেরে বিজেপি শক্তিপ্রমুখকে মারধোরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। শক্তিপ্রমুখ প্রদীপ সিংহরায় গুরুতর আহত অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
উদয়নারায়ণপুরের বিজেপি যুব কর্মী অর্নব অধিকারী বলেন বৃহস্পতিবার সকাল থেকেই উদয়নারায়নপুরের বিভিন্ন জায়গায় বিজেপির নির্বাচনী চিহ্ন পদ্মফুলের সিম্বল দিয়ে রাতের অন্ধকারে শুভেন্দু অধিকারীর সমর্থনে পোষ্টার লাগায় কেউ বা কারা।
তার দাবি তৃনমূলের লোকজন, যাদের তৃনমূলে দমবন্ধ হয়ে আসছে, তারা ভয়ে সামনে আসতে না পেরে রাতের অন্ধকারে এই কাজ করেছে। বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রমেশ সাধুঁখার অভিযোগ গতকাল রাতে সন্দেহবশত কানুপাট এলাকার শক্তিপ্রমুখের দাদা সন্দীপ সিংহরায়কে মারধোর শুরু করে।
দাদাকে বাঁচাতে এগিয়ে আসেন এই এলাকার বিজেপির শক্তিপ্রমুখ প্রদীপ সিংহরায়। তখন তার মাথায় শাবল দিয়ে আঘাত করে তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা। স্থানীয় লোকজন তাকে নিয়ে এসে ভর্তি করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। তার মাথায় ৭ টি সেলাই পড়েছে। তৃনমূল সমস্ত অভিযোগ অস্বীকার করেছে।