ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে চলেছে ‘আম্ফান’, বিস্তারিত জানুন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : থাইল্যান্ড নামাঙ্কিত ঘূর্ণিঝড় ‘আমফান’ অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানা গেছে। এর ফলে ভূমিতে আছড়ে পড়ার সময়ও পিছিয়ে গেছে। জানা গেছে ১৩–১৪ মে ভূমিতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি, পুণে এবং ন্যাশনাল সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টিংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতীয় উপকূলে ‘আম্ফান’ নামক এই ঘূর্ণিঝড় আসবে ১২ ই মে, তারপর উত্তর ও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ১৩ মে মায়ানমারের ভূমিতে আছড়ে পড়বে।

তবে ভারতে এর ব্যাপক প্রভাব পড়বে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বরং দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ পরের দিকে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ওডিশা-অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। তবে এর নিশ্চয়তা নিয়ে এখনো কিছু জানায়নি মৌসম ভবন।