নিজস্ব সংবাদদাতা : রেশন ও আম্ফান দুর্নীতি, গ্রামীণ হাওড়ার তফশিলি সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার, মিথ্যা কেসে কর্মীদের ফাঁসানো সহ একাধিক অভিযোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করল হাওড়া গ্রামীণ জেলা তফশিলি মোর্চা।
মঙ্গলবার বেলায় গ্রামীণ হাওড়ায় একটি সাইকেল র্যালির আয়োজন করে ভারতীয় জনতা তপশিলি মোর্চা। সাইকেল র্যালিটি উলুবেড়িয়ার মনসাতলা থেকে শুরু হয়ে রাণীহাটি, ১০ নং পুল, নতুনভাটা, গঙ্গারামপুর মোড় হয়ে উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিজেপির এই সাইকেল র্যালিতে প্রায় হাজার দেড়েক কর্মী-সমর্থক অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা পশ্চিমবঙ্গ প্রদেশের সম্পাদিকা পামেলা গোস্বাম, রাজ্য বিজেপি নেত্রী সুজাতা খাঁ, হাওড়া গ্রামীণ জেলার বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ, রাজ্য নেতা অনুপম মল্লিক সহ রাজ্য ও জেলার নেতৃত্ববৃন্দ।