উলুবেড়িয়া থেকে আন্দোলনের হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার সকালে বিজেপি’র হাওড়া গ্রামীণ জেলা কার্যালয়ের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের অভিযোগ বাইরে থেকে লোক এনে রাজ্যে অশান্তি সৃষ্টি করছে, সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন বিজেপিকে বাইরে থেকে লোক আনতে হয়না। বাংলার ২ কোটি ৩০ লক্ষ মানুষ আমাদের ভোট দিয়েছে। রাজ্যে আমাদের সদস্য সংখ্যা ১ কোটি। উল্টে দিদিমণি মিছিলের জন্য বাইরে থেকে লোক আনছে। যারা তৃনমূলের লোক নয়। পুলিশ আর ১০০ দিনের কাজের লোক নিয়ে এসে মিছিল ভরানোর চেষ্টা করছেন। তাতেও ভরছেনা। তিনি বলেন এনপিআর না করার জন্য অনুপ্রবেশকারীরা রাজ্য সরকারকে ভয় দেখিয়েছে। সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। তারা বলছে এটা কোনমতেই করা যাবেনা। এটা বন্ধ করতে হবে। তাদের চাপে পড়েই তৃনমূল এনপিআর বন্ধ করেছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন দেশের স্বার্থে যা করা হবে, তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীতা করবেন। তৃনমূলের আন্দোলনের পাল্টা আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন বিজেপি’র দম আছে। রাজ্যের মানুষকে পাশে নিয়ে আমরা দিদির বিরোধীতা করবো।সেটা আমরা শুরু‌ও করেছি। আগামী দু-এক দিনের মধ্যে সেটা বুঝতে পারবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা ও বামেদের আন্দোলনকে কটাক্ষ করে তিনি বলেন দিদিমনি হাঁটা প্র্যাক্টিস করছেন। একুশ সালের পরতো হাঁটতেই হবে, এটা তার‌ই প্র্যাক্টিস। বামেরা রাস্তায় নামলো কি না নামলো? তাতে কিছু যায় আসেনা। মানুষ তাদের ভুলে গেছে। গত ৬ই ডিসেম্বর হাওড়া গ্রামীণ জেলার বিজেপি’র নতুন সভাপতি হিসাবে নিযুক্ত শিব শংকর বেজ কে অভিনন্দন জানানোর পাশাপাশি এদিন সভাপতি ও দলীয় কর্মীদের নিয়ে তিনি সাংগঠনিক সভা করেন।