উলুবেড়িয়ায় নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকারের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়ার রঘুদেবপুর দলীয় কার্যালয়ে এবং কয়েকটি ক্লাবে নেতাজির জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিত সরকার।

প্রথমে তিনি উলুবেড়িয়ার রঘুদেবপুরের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

পরে এলাকার একটি ক্লাবের নেতিজির জন্মদিবসের অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ বিজেপি যুব মোর্চার প্রাক্তন সভাপতি সুরজিৎ মন্ডল, এলাকার বিজেপি র মন্ডল সভাপতি তপন হাজরা সহ অন্যান্যরা।