নিজস্ব সংবাদদাতা : দলের সাংগঠনিক নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন পুরসভা ভোটকে পাখির চোখ করছে রাজ্য বিজেপি। পুরসভা ভোটকে মিনি বিধানসভা ভোট হিসাবে উল্লেখ করে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে জনসম্পর্ক অভিযান চলছে । তার পাশাপাশি পুরসভা ভোটের জন্য প্রত্যেকটি বুথের একশ থেকে দেড়শ পরিবারের কাছে যাওয়া হচ্ছে। এতে সংগঠনের শক্তি বাড়ার পাশাপাশি ভোটের ফলাফলে প্রভাব পড়বে। পঞ্চায়েত নির্বাচনের পর লোকসভা নির্বাচনে তারা ভালো ফল করেছে বলে তিনি জানান। এদিন তিনি বলেন দলের পরবর্তী লক্ষ্য শহর অঞ্চলের পৌরসভাগুলো দখল করা। শনিবার সন্ধ্যেবেলায় তিনি পাঁশকুড়া থেকে কলকাতা ফেরার পথে উলুবেড়িয়ার মনসাতলা পার্টি অফিসে দলীয় কর্মীদের সঙ্গে পুরভোট ভোট নিয়ে আলোচনা করেন। তারপর তিনি সাংবাদিকদের পুরভোট ভোট নিয়ে তার পরিকল্পনার কথা জানান।
উলুবেড়িয়া থেকে দলের পরবর্তী লক্ষ্য ঠিক করলেন দিলীপ ঘোষ
Published on: