নিজস্ব সংবাদদাতা : গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে দিতে বাংলার বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে সুউচ্চ বিভিন্ন জলের ট্যাঙ্ক। সেই সুউচ্চ জলের ট্যাঙ্ক থেকে লক্ষ্মী পেঁচা শাবকদের উদ্ধার করলেন বাগনানের পরিবেশকর্মীরা। জানা গেছে, গ্রামীণ হাওড়ার বাগনান থানার হাটুড়িয়া-২ ব্লকের সুউচ্চ জল ট্যাঙ্কের উপর সম্প্রতি বাসা তৈরি করেছিল লক্ষ্মীপেঁচা। সেখানে চারটি ছানার জন্ম দেয় পেঁচাটি। এরই মধ্যে একদিন পেঁচাশাবকগুলি নীচে বাসা থেকে পড়ে যায়। বিষয়টি সম্পর্কে জানতে পেরেই উদ্যোগী হন হাটুড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রসূন সামন্ত।

তিনি বিষয়টি চিত্রক প্রামাণিককে জানালে চিত্রক তার বন্ধু সুমন্ত, ইমন, সুরজিতদের সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রীতিমতো তাঁরা ঝুঁকি নিয়ে সুউচ্চ পানীয় জল ট্যাঙ্কের উপরে উঠে খুব সাবধানে পড়ে যাওয়া পেঁচা শাবকগুলিকে উদ্ধার করে তাদের বাসায় রেখে দেয়। চিত্রক প্রামাণিক জানান, যেকোনো প্রাণীকে এলাকাচ্যুত করলে তার স্থানীয় এলাকার পরিবেশ নষ্ট হবে। তাই তাদের বাসায় রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।