হাওড়ায় তৃণমূলের যুব নেতাকে গুলি করে খুন, রণক্ষেত্র, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : এক যুব তৃণমূল নেতাকে গুলি করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়ার শালিমার এলাকা। জানা গেছে, মৃতের নাম ধর্মেন্দ্র সিং(৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বাইক নিয়ে আসছিলেন ধর্মেন্দ্র। অভিযোগ, শালিমার ৩ নম্বর গেটের কাছে পিছন থেকে বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা।

গুলিবিদ্ধ ওই তৃণমূল নেতাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। বাইকে থাকা তাঁর আরেক সঙ্গীর হাতেও গুলি লেগেছে বলে জানা গেছে। দু’জনকেই আন্দুল রোডের ওই হাসপাতালে ভর্তি করা হলে ধর্মেন্দ্রর মৃত্যু হয়। এই খবর ছড়িয়ে পড়তেই রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার বিভিন্ন এলাকা।

হাসপাতালের সামনে আন্দুল রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী-সমর্থকরা। এর পাশাপাশি, শালিমার এলাকায় বাইকে আগুন লাগানোর পাশাপাশি বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।