নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, আজ একলাফে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৩৯। অর্থাৎ, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায়েছে ১৮৫। গত ২৪ ঘন্টায় এ রাজ্যে করোনায় মৃত ১৪। কোলকাতার সাথে হাওড়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে COVID-19 আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় হাওড়া জেলায় নতুন করে ৪৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১৭। মৃতের সংখ্যা বেড়ে হল ২২। যেভাবে করোনা রাজ্যের বিভিন্ন জেলায় ক্রমে থাবা বসাচ্ছে তা সত্যিই উদ্বেগের কারণ হতে পারে বলে মত – বিশেষজ্ঞ মহলের।

একদিনে হাওড়াতে আক্রান্ত ৪৭, রাজ্যে ১৫৩ জন, মৃত ১৪, জেলায় জেলায় এই সংখ্যা ক্রমবিবর্ধমান
Updated on: