নিজস্ব সংবাদদাতা : যত দিন বাড়ছে ততই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন করে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪০৭ জন, মারা গেছেন ১০ জন ও সুস্থ হয়েছে ৪৩৪ জন। ফলে এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৪৯৪ জন যায় মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৫১৫ জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৯৪ জন, মোট মৃত ৪৮৫ জন। রাজ্যের ডিসচার্জ রেট ৪৭.৭৯%।
অন্যদিকে, হাওড়া জেলাতেও আক্রান্তের হার অব্যাহত। হাওড়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ জন, মারা গেছেন ২ জন ও সুস্থ হয়েছেন ১৮৫ জন। হাওড়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭৫৮ জন যায় মধ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৯১৫জন, মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৮০ জন, মোট মৃত ৬৩ জন।
রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৪০৭, হাওড়ায় ৩৬
Published on: