নিজস্ব সংবাদদাতা : সমস্ত রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন ধরা পড়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছল ৭৪৩। শনিবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিনে তার জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে মারা গেছেন ১৯ জন , যা এ পর্যন্ত সবচেয়ে বেশি। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যা ৫৯৫ জন। অর্থাৎ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১,২৩১ জন, মোট মৃত ৭৩৬ ও মোট সুস্থ ১৪,১৬৬ জন এবং এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ রয়েছে মোট ৬৩২৯ জন রোগীর দেহে।
অন্যদিকে, হাওড়ায় নতুন করে ৮২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ৮৪ জন ও প্রাণ হারিয়েছেন ৩ জন। অর্থাৎ আজ পর্যন্ত হাওড়াতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০১০, মোট সুস্থ ২০৫৮ ও মোট মৃত ১০৭ জন। এখনো পর্যন্ত হাওড়াতে ৮৪৫ জন করোনা অ্যাক্টিভ রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে।
সমস্ত রেকর্ড ছাপিয়ে রাজ্যে নতুন করে আক্রান্ত ৭৪৩, মৃত ১৯, হাওড়ায় একদিনে আক্রান্ত ৮২
Published on: