নিজস্ব সংবাদদাতা : আম্ফানের জেরে বিধ্বস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। এরই মধ্যে একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ ঘটল পশ্চিমবঙ্গে। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২০৮ জন, মারা গেছেন ৩ জন। অর্থাৎ, এরাজ্যে এখনো অব্ধি মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৬৭ জন ও করোনায় মৃত ২০০ জন। অন্যদিকে, হাওড়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। এখনো অব্ধি ১৩৩৯ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে গতকালের বুলেটিনে জানানো হয়েছে।

হাওড়ায় নতুন করে আক্রান্ত ৪৮, রাজ্যে মৃত্যুর সংখ্যা দু’শো ছুঁলো
Published on: