নিজস্ব সংবাদদাতা : প্রতিবছর শীতকালে শ্যামপুর বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেসের উদ্যোগে ও প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তীর আন্তরিক সহযোগিতায় শ্যামপুরের বিভিন্ন গ্রামের অসহায় শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এবারও তার অন্যথা হলনা।
বুধবার শ্যামপুর থানার কমলপুর গ্রাম পঞ্চায়েতের দেউলী বাজারে একটি কর্মসূচির মাধ্যমে বেশ কিছু অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, শ্যামপুর-১ ব্লক কংগ্রেস সভাপতি মহানন্দ রায় সহ সংগঠনের একাধিক নেতৃত্ব।
প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী বলেন, “গরীব মানুষকে নিয়ে রাজনীতি করছে আমি একদমই পছন্দ করি না। কম্বল বিতরণের সাথে রাজনীতির কোনোরূপ যোগসূত্র নেই। প্রতিবছরই আমি শ্যামপুরের বেশ কিছু দুঃস্থ মানুষকে কম্বল বিতরণ করি। এবারও একইভাবে তাই করলাম।”
এবছর ইতিমধ্যেই শ্যামপুর বিধানসভার নাকোল, শশাটি, খাড়ুবেড়িয়া, বাছরি, ডিহিমন্ডল ঘাট-১, ডিহিমন্ডল ঘাট-২, বানেশ্বরপুর-১, বানেশ্বরপুর-২ অঞ্চলে কম্বল প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে তিনি জানান।