নিজস্ব সংবাদদাতা : এযেন উল্টোছবি। রাজ্যজুড়ে যখন দলীয় কার্যালয় দখলের লড়াই চরমে তখন এক বিরল ছবি দেখল উলুবেড়িয়ার মানুষ। মানুষের কথা ভেবে দলীয় কার্যালয়কেই উপস্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করা হল। জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, এলাকায় উপ-স্বাস্থ্যকেন্দ্র তৈরি হোক।
কিন্তু, স্থানীয় এলাকায় উপযুক্ত ভবন ছিলনা। তাই এলাকার মানুষের স্বার্থে স্থানীয় তৃণমূল কার্যালয়কেই উপস্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরিত করতে তা উলুবেড়িয়া পৌরসভার কিছুদিন আগেই হাতে তুলে দেওয়া হয়। গতকাল সোমবার উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে সেই উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। জানা গেছে, উলুবেড়িয়া পৌরসভার ২৪ নং ওয়ার্ডের জগদীশপুর সামন্তপাড়া এলাকায় বছর চারেক আগে সামন্ত পরিবারের দেওয়া জমিতে তৃণমূল কার্যালয় গড়ে ওঠে।
কিন্তু, স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে এলাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরির দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের দাবি ছিল, অল্প শরীর খারাপ হলেও প্রায় ৫-৬ কিমি পথ দূরে উলুবেড়িয়া টাউনে চিকিৎসা করাতে যেতে হয়। কিন্তু এলাকায় কোন জায়গার উপস্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে তা নিয়ে সংশয় দেখা দেয়।
অবশেষে উলুবেড়িয়া পুর প্রশাসক বোর্ডের অন্যতম সদস্য আব্বাসউদ্দীন খানের উদ্যোগে দলীয় কার্যালয়টিকেই তুলে দেওয়া হয় উলুবেড়িয়া পৌরসভার হাতে। সোমবার সেই উপস্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন করলেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অভয় দাস। দীর্ঘদিনের দাবিপূরণ হওয়ায় খুশি এলাকার মানুষ।