নিজস্ব সংবাদদাতা : তৃতীয় দফায় বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হলেও রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী,গত ২৪ ঘন্টায় বাংলায় নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছেন ৯২ জন। বিগত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন। রাজ্যে করোনা মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫৪৮। হাওড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩২৪, মৃত ১৯। গত ২৪ ঘন্টায় হাওড়ায় মোট ৩৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আশার খবর, এখনো অব্ধি রাজ্যে মোট ২৯৬ জন COVID-19 আক্রান্তকে সুস্থ করে বাড়ি ফেরানো গেছে।
গত ২৪ ঘন্টায় হাওড়ায় ৩৫ ও রাজ্যে ৯২ জন নতুন করে করোনায় আক্রান্ত, রাজ্যে মৃত্যুহার অব্যাহত, জানাল স্বাস্থ্য দপ্তর
Published on: