গত ২৪ ঘন্টায় হাওড়াতে নতুন করে করোনা আক্রান্ত ৬২ জন, মৃত ২

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকালই সমস্ত রেকর্ড অতিক্রম করেছিল রাজ্যে নতুন করে আক্রান্তের সংখ্যা। আজকের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী তা রেকর্ড অতিক্রম না গড়লেও নতুন করে আক্রান্তের সংখ্যাটাও কম কিছু নয়। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫৪ জন, মৃত ১২ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৬ জন। বুলেটিন অনুযায়ী এখনো পর্যন্ত রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০,৬৯৮ জন, মৃত ৪৬৩ জন, সুস্থ হয়েছেন ৪৫৪২ জন এবং সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৬৯৩ জন। রাজ্যের ডিসচার্জ রেট ৪২.৪৫%।
অন্যদিকে, প্রতিনিয়ত রাজ্যের ন্যায় হাওড়াতেও বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় হাওড়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬২ জন, মৃত ২ জন এবং সুস্থ হয়েছে ৩৩ জন। এখনো অব্ধি মোট হাওড়াতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬৮২ জন, মৃত ৬০ জন, সুস্থ হলেন ৫৯৪ জন ও সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৮ জন।