নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে চলছে তৃতীয় দফা লকডাউন। এরই মধ্যে বিভিন্ন পরিষেবা চালু করতে বেশ কিছুক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু, তারই মধ্যে রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৪ জন। বাংলায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১০ জন।অর্থাৎ, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪৬১, মৃতের সংখ্যা ১৫৩। অন্যদিকে, হাওড়া জেলাতেও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, হাওড়া জেলায় গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৭, মৃত ২। তবে আশার আলো সারা রাজ্যে এখনো অব্ধি মোট ৮২৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে বুলেটিনে জানানো হয়েছে।
গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে আক্রান্ত ৮৪, মৃত ১০, হাওড়াতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা
Published on: