আম্ফানের চোখরাঙানির মাঝেই হাওড়ায় নতুন করে করোনা আক্রান্ত ২৬, রাজ্যে ১৩৬

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একদিকে যখন চোখরাঙাচ্ছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘আম্ফান’, তখন করোনাও তার দাপট অব্যাহত রেখেছে বাংলায়। আজ সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘন্টায় এ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন, মারা গেছেন ৬ জন। হাওড়া জেলাতে নতুন করে ২৬ জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তবে রাজ্যে করোনা থেকে সুস্থ হওয়ার হার বেশ ভালো বলেই মনে করছে বিশেষজ্ঞমহল। ইতিমধ্যেই, ১০৭৪ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।