মায়াচরে নৌকো ডুবির ঘটনায় এখনো নিখোঁজ কার্তিক সামন্ত

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : সোমবার মায়াচর থেকে পূর্ব মেদিনীপুরের দনিপুর খেয়া পারাপার এর সময় রূপনারায়নের চড়ায় আটকে পড়ে প্রবল জোয়ারের ধাক্কায় নৌক ডুবির ঘটনায় দুদিন কেটে গেলেও এখনো নিখোঁজ মায়াচর এর বাসিন্দা, নৌকার আরোহী কার্তিক সামন্ত। উৎকণ্ঠায় রয়েছেন কার্তিক সামন্তের স্ত্রী চন্দনা সামন্ত, তিন ছেলে লালু, মধুসূদন ও বাসুদেব এক মেয়ে লক্ষী। পুলিশ ও প্রশাসনের তরফ থেকে নদীতে তল্লাশি চালানো হলেও হদিস মেলেনি নিখোঁজ কার্তিকের। স্থানীয় বাসিন্দারা জানান, মায়াচর থেকে পূর্ব মেদিনীপুর খেয়া পারাপার এর জন্য প্রশাসন এর কাছে লঞ্চের জন্য আবেদন করলেও প্রশাসন লঞ্চের ব্যবস্থা করেনি।

কার্তিক সামন্তের পরিবার

জেটি ঘাট এর ব্যবস্থা করেনি। তারপরেও অনেকেই ঝুঁকির পারাপার করত। এদিকে পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী খেয়া পারাপারের নৌকা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নিত্য যাত্রী রা। নিত্য যাত্রীদের একজনের অভিযোগ খেয়া পারাপার করে খুব কম সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর যাওয়া যায়। স্থলপথ পরিবহন এ মেদিনীপুর গেলে অনেক বেশি সময় লাগে। নৌকোর বিকল্প ব্যবস্থা না করায় অনেকেই ফাঁপরে পড়েন। লঞ্চের ব্যবস্থা হলে অনেকেই উপকৃত ও নিরাপদে পারাপার করবে বলে জানান।