দুর্গাপুজোকে সামনে রেখে জনসংযোগের কর্মসূচি পালন হাওড়া গ্রামীণ জেলার মহিলা মোর্চার

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে দুর্গাপুজোকে সামনে রেখে মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ানোর ওপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী, আমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্দেশ মতো কাজে নেমে পড়ল হাওড়া গ্রামীণ জেলার বিজেপির মহিলা মোর্চা। “শুভ শারদীয়ার আগমনী শোভাযাত্রা” কর্মসূচির মাধ্যমে জনসংযোগের প্রস্তুতি শুরু করে দিল হাওড়া গ্রামীণ জেলার বিজেপির মহিলা মোর্চা নেতৃত্ব। আমতা পীতাম্বর থেকে আমতা বন্দর পর্যন্ত চলে এই শোভাযাত্রা।

এছাড়া শোভাযাত্রা শেষে প্রায় ৭০০ জন সাধারণ পথচলতি ও এলাকার মানুষকে খিচুড়ি খাওয়ানোর কর্মসূচি পালিত হয় মহিলা মোর্চার পক্ষ থেকে। বিজেপি সূত্রে খবর, জেলার বিভিন্ন পুজো মণ্ডপে প্রচার ও মণ্ডপে মণ্ডপে বিজয়া দশমীতে সিঁদুর খেলা কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার তরফ থেকে। জনসম্পর্কের পাশাপাশি মোদী সরকারের সাফল্য বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার এই কর্মসূচিও রাখা হয়েছেমহিলা মোর্চার পক্ষ থেকে।