নিজস্ব সংবাদদাতা : রাজ্যের কন্টেনমেন্ট জোনগুলিতে কড়াকড়ি লকডাউনের মাঝেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক মানুষের দেহে নতুন করে সংক্রমণের খবর মিলেছে। স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে ১৫৬০ জন আক্রান্ত হয়েছেন, ২৬ জন করোনায় মারা গেছেন। অর্থাৎ, এখনো পর্যন্ত এরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০১৩, মৃতের সংখ্যা ৯৩২। গত ২৪ ঘন্টায় ৬২২ জন করোনা রোগীর সুস্থ হওয়ার খবর মিলেছে। অর্থাৎ, বর্তমানে পশ্চিমবঙ্গে আক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ৯১২। অন্যদিকে, প্রথম থেকেই কোলকাতার পাশাপাশি হাওড়া সংক্রমণের তালিকায় প্রথম সারিতে ছিল। হাওড়া জেলাতেও লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত একদিনে হাওড়া জেলায় ১২৭ জন নতুন করে সংক্রামিত হয়েছেন, মারা গেছেন ২ জন। অর্থাৎ, হাওড়া জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৯৫২ ও মৃত ১২৭। এখনো পর্যন্ত এই জেলায় ১১৪৬ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে জানানো হয়েছে।
একদিনে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১৫০০ ছাড়াল, হাওড়াতেও বৃদ্ধির হার অব্যাহত
Published on: