নিজস্ব সংবাদদাতা : রাজনৈতিক মহলের মতে, একুশের বিধানসভা ভোটের আগে বৃহস্পতিবারের ধর্মঘট বামেদের শক্তি প্রদর্শনের অন্যতম ক্ষেত্র। তাই সকাল থেকেই বন্ধ সার্থক করতে পথে নেমেছেন বহু বাম কর্মী-সমর্থক। জেলার অন্যান্য জায়গার মতোই উলুবেড়িয়াতেও পথে নামেন ধর্মঘটীরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ উলুবেড়িয়া স্টেশনের অদূরে উড়ালপুলের কাছে রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। ঝান্ডা নিয়ে রেল লাইনের উপর বসে বিক্ষোভ দেখান বন্ধকারীরা। এর জেরে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। প্রায় কুড়ি মিনিট ধরে চলে অবরোধ। ঘটনাস্থলে আসে রেলপুলিশ। তাঁরা অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ তুলে দেন।

তারপরই উলুবেড়িয়ার নিমদিঘী মোড়ে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন হাজার খানেক বাম কর্মী-সমর্থক। জাতীয় সড়কের উপর বসে পড়েন ধর্মঘটীরা। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মিনিট পনেরো অবরোধ চলার পর অবরোধকারীদের বুঝিয়ে পুলিশ অবরোধ তুলে দেয়।