নিজস্ব সংবাদদাতা : কৃষক আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে রাজধানী দিল্লি। কৃষকদের আন্দোলনের আঁচ দেশের বিভিন্ন প্রান্তেও ছড়িয়ে পড়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আবারও সরব হল বাম-কংগ্রেস। শনিবার বিকালে গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভার সেহাগড়ী মোড়ে অবস্থান-বিক্ষোভের আয়োজন করে বাম-কংগ্রেস।
আমতার বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি অসিত মিত্রের নেতৃত্বে এদিন কয়েক’শো কর্মী-সমর্থক পথে নামেন। বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সেহাগড়ী মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। এর জেরে আমতা-জয়পুর, আমতা-উদয়নারায়ণপুর রুটে যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়।
কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখান অবরোধকারীরা। ঘটনাস্থলে আসে পুলিশ। প্রায় আধঘন্টা চলার পর অবরোধ তুলে নেওয়া হয়। অসিত বাবুর পাশাপাশি এদিনের কর্মসূচি উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা বিমল সেনগুপ্ত সহ অন্যান্যরা।