বিদ্যুৎ বিল মকুবের দাবিতে উলুবেড়িয়ায় বিদ্যুৎ দপ্তরের অফিসে বামেদের ডেপুটেশন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনার জেরে বহু মানুষ কর্মহীন হয়েছেন। আবার বহু মানুষ দীর্ঘদিন আয়ের মুখ দেখতে পাননি। অভিযোগ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উলুবেড়িয়ায় গৃ্হস্থের দ্বারে অত্যাধিক পরিমাণ বিদ্যুতের বিল পাঠাচ্ছে বিদ্যুৎ বণ্টনকারী সংস্থা। বিল মকুবের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। বিদ্যুৎ বিল মকুব সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার আবারও উলুবেড়িয়ায় ফ্লাইওভার সংলগ্ন বিদ্যুৎ দপ্তরের অফিসে ডেপুটেশন দিল বামেরা।

এদিনের ডেপুটেশন কর্মসূচিতে সিআইটিইউ, কৃষকসভা, মহিলা সংগঠন সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মী-সমর্থকরা অংশ নেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার সিপিআইএম নেতা সাবিরুদ্দিন মোল্লা।

তিনি বলেন, “আমরা মোট চারদফা দাবিতে ডেপুটেশন দিয়েছি। তার মধ্যে বিদুৎ বিল মকুব যেমন আছে তেমন রয়েছে প্রতিমাসের বিল প্রতি মাসে দিতে হবে। কোনোভাবেই এপ্রিল-জুনের বকেয়া বিল না দেওয়ায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা যাবে না। এর পাশাপাশি, কোনো লেট ফাইন নেওয়া যাবেনা। এই দাবিগুলোই মূলত আমরা করেছি।”