রাজ্যপালের বৈঠকে, প্রশাসনের গরহাজির প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ লকেটের

নিজস্ব সংবাদদাতা : “রাজ্যে মীরজাফরের সরকার চলছে” মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়ার খলিশানি ভাই ভাই সংঘের কালি পুজোর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এই ভাষাতেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন সাংসদ তথা বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। সম্প্রতি ‘রাজ্যপালের বৈঠকে, প্রশাসনের গরহাজির’ এই প্রসঙ্গে তাঁর কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি এই মন্তব্য করেন।

তিনি আরো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা শুনলে লজ্জা লাগে। মনে হয় আমরা ভারতবর্ষে নয় অন্য কোনো দেশে বাস করছি। পশ্চিমবঙ্গ যে এই দেশেরই একটি রাজ্য, সেটা মনে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন। এই রাজ্যের রাজ্যপালকে অপমান করা দেখে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে মীরজাফরের সরকার চলছে।

Author: নিজস্ব সংবাদদাতা