নিজস্ব সংবাদদাতা : কৃষক আন্দোলনে দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম যখন উত্তাল তখন তার মধ্যেই কার্যত নীরবেই ২৩ শে ডিসেম্বর দেশজুড়ে পালিত হল জাতীয় কৃষক দিবস। কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে কৃষিক্ষেতে প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে কৃষক দিবস পালন করল বাগনান কেন্দ্র কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
বুধবার সকালে সংগঠনের সদস্যরা গ্রামীণ হাওড়ার বাগনান থানার চন্দ্রপুর গ্রামের দামোদর সংলগ্ন একটি কৃষি ক্ষেতে গিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। দেশের শহিদ কৃষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহিদ বেদীতে মালাদেন সংগঠনের সদস্যরা। তারপর বিভিন্ন ফসল নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও পোড়ানো হয়।
এর পাশাপাশি, প্রবীণ কৃষক অমর পাত্রকে গামছা ও কোদাল দিয়ে সংবর্ধনা জানানো হয়। বাগনান কেন্দ্র কিষান ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দ্রনাথ বসু বলেন, “কালা কৃষি আইনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম দিন থেকে লড়ছে। যতক্ষণ না এই আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমাদের এই লড়াই জারি থাকবে।” তিনি আরও বলেন, “আজ আমাদের এই কর্মসূচিতে স্থানীয় কৃষকরাও স্বতঃস্ফূর্ততার সাথে যোগদান করেন।”