গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উলুবেড়িয়ায় প্রতিবাদ সভা সাংসদ সাজদা আহমেদের

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি ও রেলের বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার যদুরবেড়িয়ায় উলুবেড়িয়ার সাংসদ সাজদা আহমেদের বাড়ির সামনে এক  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে তৃণমূলের কর্মীরা এই প্রতিবাদ সভায় সামিল হন। বিক্ষোভকারীদের গলায় ছিল কেন্দ্রীয় সরকার বিরোধী বিভিন্ন ধরনের পোস্টার সাংসদ সাজদা আহমেদ অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার সব লাভজনক প্রতিষ্ঠানকে বিক্রি করে দিচ্ছে।”

সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ করে চলেছে কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন সাজদা। সভায় অন্যদের মধ্যে স্বপন চেটেল, অপর্ণা গঙ্গোপাধ্যায়, অয়ন সিংহ রায়, সুদীপ রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ।