আমতায় রাজীবের সমর্থনে পোস্টার, তবে কি আমতাতেও মাথাচাড়া দিচ্ছে ‘দাদার অনুগামীরা’, উঠছে প্রশ্ন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বেশ কিছুদিন ধরেই তাঁকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই হাওড়ার একাধিক জায়গায় তাঁর সমর্থনে পোস্টার-ফ্লেক্স পড়েছে। এবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে সমর্থন জানিয়ে গ্রামীণ হাওড়ার আমতার বেশ কয়েক জায়গায় পোস্টার সাঁটালেন রাজীব অনুগামীরা।

সূত্রের খবর, আমতা গ্রামীণ হাসপাতাল গেট সহ আমতার একাধিক জায়গায় বনমন্ত্রীর সমর্থনে এই ফ্লেক্স চোখে পড়েছে। আমতা হাসপাতালের প্রাচীর সংলগ্ন এলাকায় গেরুয়া ফ্লেক্সে লেখা রয়েছে,’দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, পাশে আছি’। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া এই ফ্লেক্সে লেখা রয়েছে,’আমরা দাদার অনুগামী’।

তবে ঠিক কে বা কারা, কখন এই পোস্টার সাঁটিয়েছে তা জানা যায়নি। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই ‘বেসুরো’ বনমন্ত্রী। ইতিমধ্যেই তাঁর সাথে দলের শীর্ষ কর্তারা একাধিকবার আলোচনায় বসেছেন। তারই মধ্যে গ্রামীণ হাওড়ার আমতায় রাজীবের পোস্টার ঘিরে জল্পনা শুরু হয়েছে। তবে কি আমতাতেও ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছেন রাজীব অনুগামীরা? — এখন এই প্রশ্নই উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।