নিজস্ব সংবাদদাতা : মহালয়ায় শক্তি প্রদর্শন করল আর এস এস। গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজ সকাল থেকেই পথসঞ্চালনের আয়োজন করে আর এস এস।
কোলকাতায় ২২টি জায়গায় ও হাওড়াতে বিভিন্ন জায়গায় পথসঞ্চালন করে আর এস এস।
হাওড়া গ্রামীণ জেলায় বাগনান, আমতা, খলিশানী ও কালীনগরেও পথসঞ্চালনের আয়োজন করে আর এস এস।
মূলত আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যে প্রভাব বিস্তারের কৌশল হিসাবেই আজকের পথসঞ্চালনকে দেখছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
তবে খলিশানী খন্ডের পথসঞ্চালনে অংশগ্রহণকারী এক কার্যকর্তা শোভন নায়েক বলেন, “রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ একটি সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। প্রতি বৎসরই সঙ্ঘ পথসঞ্চালনের আয়োজন করে। আগামীকালও বেশ কিছু জায়গায় পথসঞ্চালনে হবে। এর সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই।”