সাধারণ মানুষের বিদ্যুতের বিল মুকুবের দাবিতে উলুবেড়িয়া SDO কে স্মারকলিপি গ্রামীণ হাওড়া বিজেপির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে উলুবেড়িয়ার মহকুমা শাসক তুষার সিংলার হাতে স্মারকলিপি তুলে দিল গ্রামীণ হাওড়া বিজেপি। দেশজুড়ে চলছে দীর্ঘ লকডাউনের বন্ধ বহু কলকারখানা – অফিস – দোকানপাট।

কার্যত কর্মহীন হয়ে কোনোরকমে দিন কাটছে বহু দিন আনা দিন খাওয়া পরিবারের। অন্যদিকে, দেশজুড়ে করোনার দাপট অব্যাহত থাকায় লকডাউনের মেয়াদ আরও ১৪ দিন বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার।

এই সংকটময় পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলায় ভারতীয় জনতা পার্টির হাওড়া গ্রামীণ জেলার সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল বলেন, “সাধারণ নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষের কথা ভেবে উলুবেড়িয়ার মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আগামী তিন মাসের ইলেকট্রিক বিল বাতিলের আবেদন জানাচ্ছি।” উল্লেখ্য, একই দাবিতে আজ সকালে গ্রামীণ হাওড়া বিজেপি যুবমোর্চার বেশ কয়েকজন সদস্য রঘুদেবপুরের ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন।