পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির জের, সাইকেলে চড়ে প্রতিবাদ গ্রামীণ হাওড়া যুব তৃণমূল সভাপতির

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা – আম্ফানের মাঝেই একুশের বিধানসভাকে পাখির চোখ করে বাংলার ময়দানে নেমে পড়ছে শাসক থেকে বিরোধী সব পক্ষ। এরমধ্যেই পেট্রোল – ডিজেল – কেরোসিন সহ জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল রাজ্যের শাসকদল।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল আমতা কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের কর্মী – সমর্থকরা। প্রতীকী প্রতিবাদ জানাতে সাইকেলকে বেছে নিয়েছিলেন দলীয় কর্মী – সমর্থকরা। আজ ঝিখিরা থেকে জয়পুর পর্যন্ত প্রায় দীর্ঘ ৪ কিমি সাইকেল মিছিল করে আমতা কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের নেতা – কর্মীরা।

প্রায় শ’পাঁচেক দলীয় কর্মীর পাশাপাশি সাইকেল নিয়ে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিলেন গ্রামীণ হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল। সুকান্ত কুমার পাল জানান, “দেশের এই সংকটময় পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার যেভাবে পেট্রো – ডিজেলের দাম বাড়িয়ে চলেছে তার প্রতিবাদে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কর্মসূচির আয়োজন।”