নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন আগেই কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র সাংবাদিকদের ‘দু পয়সার প্রেস’ বলে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন। তা নিয়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে প্রতিবাদে সরব সাংবাদিক থেকে বিশিষ্টজন প্রায় সকলেই। তার এই ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকে তৃণমূল কংগ্রেস যে কোনোভাবেই সমর্থন করছে না তা ইতিমধ্যেই দল বুঝিয়ে দিয়েছে।
একই ভাবে কৃষ্ণনগরের সাংসদের এহেন কু-মন্তব্যের বিরোধীতা করেছেন গ্রামীণ হাওড়ার একাধিক বিধায়ক। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ তথা উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ইদ্রিস আলি বলেন, “মহুয়া মৈত্রের এই মন্তব্য নিন্দনীয়। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এর প্রতিবাদ করেছেন। দলের তরফেও প্রতিবাদ করা হয়েছে। সাংবাদিকদের এভাবে যিনি অপমান করেছেন তিনি প্রচন্ড অন্যায় করেছেন।”
অন্যদিকে, একইভাবে সাংসদের এই আচরণের তীব্র বিরোধীতা করেছেন উদয়নারায়ণপুরের বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সমীর কুমার পাঁজা। সমীর বাবু বলেন, “সাংবাদিকরা আমাদের ভালো কাজের পাশাপাশি গাফিলতি বা ভুল থাকলে তা তুলে ধরেন। কখনোই কোনো রাজনৈতিক দলের তরফে সংবাদমাধ্যকে আঘাত করা বা সাংবাদিকদের অপমান করা উচিৎ নয়। আমাদের দল এটাকে সমর্থন করে না।”