সংক্রমণ বাড়ায় সরানো হলো ৪ জেলার নোডাল অফিসারকে, হাওড়ার দায়িত্বে এলেন রাজেশ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিশেষত চার জেলায় সর্বাধিক সংক্রমণ হয়েছে বলে জানা যাচ্ছে। এবার জরুরি ভিত্তিতে পুরানো নোডাল অফিসার বদল করে, নতুন করে নোডাল অফিসার নিয়োগ করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সেই বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। হাওড়া, কোলকাতা ও দুই ২৪ পরগণার ক্ষেত্রে নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে বলে নির্দেশিকায় জানানো হচ্ছে।নির্দেশিকায় জানানো হয়েছে, হাওড়ায় নতুন নোডাল অফিসার হয়েছেন রাজেশ পাণ্ডে। আগে দায়িত্বে ছিলেন শরদ দিবেদী। এছাড়াও কলকাতার জন্য নিযুক্ত হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়, উত্তর ২৪ পরগণার জন্য মনোজ পন্ত ও দক্ষিণ ২৪ পরগণার জন্য নবীন প্রকাশ নিযুক্ত হচ্ছেন।