নিজস্ব সংবাদদাতা : একুশের ভোটের আগে রাজনৈতিক দলের কর্মসূচিতে সরগরম বঙ্গ রাজনীতি। রাজ্যের অন্যান্য জেলার মতোই গ্রামীণ হাওড়ায় রাজনৈতিক মিছিল পাল্টা মিছিলে উত্তেজনা পারদ চড়ছে। এরই মাঝে উলুবেড়িয়া শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রায় পা মেলালেন কয়েক হাজার কর্মী-সমর্থক।
মঙ্গলবার উলুবেড়িয়া স্টেশন চত্বর থেকে এই মিছিল শুরু হয়। উলুবেড়িয়া শহর ঘুরে মিছিল শেষ হয় ফুলেশ্বর চৌরাস্তা মোড়ে। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মালাদানের মাধ্যমে শ্রদ্ধা জানান তৃণমূল নেতারা।
এদিনের বঙ্গধ্বনি যাত্রায় পা মেলান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলি, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সুকান্ত কুমার পাল সহ অন্যান্যরা। তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবারের মিছিলে প্রায় হাজার দ’শেক কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে পা মিলিয়েছেন।