নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাজধানীর রাজপথে নেমে সরব হয়েছেন দেশের অসংখ্য কৃষক। এবার কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়ে গ্রামীণ হাওড়ার বাগনানে মহামিছিলের আয়োজন করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বাগনানের খালোড় থেকে একটি মিছিলের আয়োজন করা হয়।
মিছিলে পা মেলান কয়েক হাজার দলীয় কর্মী-সমর্থক। মিছিলটি বাগনান বাসস্ট্যান্ড হয়ে মানকুড় মোড়ে গিয়ে শেষ হয়। মানকুড়ে মোড়ে নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। এদিন দলীয় কর্মী-সমর্থক প্রতীকী খড়, কাঁচাসব্জি, ফুলের মালা নিয়ে মিছিলে পা মেলান।