নিজস্ব সংবাদদাতা : প্রজাতন্ত্র দিবসে রাজধানী দেখেছে কৃষকদের বিশাল ট্রাক্টর মিছিল। দিল্লির এই ট্রাক্টর মিছিলকে কেন্দ্র কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানীর রাজপথ। এই ঘটনায় প্রাণ হারান এক বিক্ষোভকারী কৃষক। এবার দিল্লিতে কৃষক হত্যার প্রতিবাদ জানিয়ে পথে নামল তৃণমূল কংগ্রেস।
বুধবার কৃষক হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গ্রামীণ হাওড়ার আমতা সিটিসি বাসস্ট্যান্ডে একটি প্রতিবাদ সভার আয়োজন করে হাওড়া জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কমিটি।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী নির্মল মাজি, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস সভাপতি তপন চক্রবর্তী সহ অন্যান্যরা।
এদিনের সভা থেকে কৃষক হত্যার ঘটবায় কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন মন্ত্রী নির্মল মাজি।