নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বেশ কিছুদিন ধরে দিল্লির রাজপথে নজিরবিহীন বিক্ষোভে সামিল হয়েছে দেশের বিভিন্ন প্রান্তের কৃষকরা। কৃষকদের এই দাবিকে সমর্থন জানিয়েছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস অন্যতম।
বাংলার বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফে বেশ কিছুদিন ধরে কৃষি আইনের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচি পালন চলছে। বুধবার আবারও কৃষি আইন প্রত্যাহারের দাবিতে উলুবেড়িয়ার রাস্তায় নামল টিমিসিপির কর্মী-সমর্থকরা৷
জানা গেছে, এদিন দুপুরে উলুবেড়িয়া শহরে উলুবেড়িয়া কলেজের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে পা মেলান হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি আব্বাসউদ্দীন খাঁ সহ অন্যান্য ছাত্র নেতারা।