উদয়নারায়ণপুরে তৃণমূলের ছাত্র-যুব কর্মী সম্মেলন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাংলা দখলকে পাখির চোখ করে লড়াইয়ে ইতিমধ্যেই নেমে পড়েছে গেরুয়া শিবির। পিছিয়ে নেই এরাজ্যের শাসক শিবিরও। দলীয় কর্মীদের চাঙ্গা করতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল।বিধানসভা ভোটের আগে দলের ছাত্র-যুবদের আরও সক্রিয় করতে আসরে নেমেউ পড়ল ঘাসফুল শিবির। রবিবার দুপুরে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুরের আনন্দময়ী প্রেক্ষাগৃহে ছাত্র-যুব কর্মী সম্মেলনের আয়োজন করে তৃণমূল।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র তথা যুব নেতা দেবাংশু ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা, হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সীতানাথ ঘোষ সহ অন্যান্যরা।

আসন্ন নির্বাচনী প্রক্রিয়ায় ছাত্র-যুবদের ভূমিকা কী হবে, কী ভাবে রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রচার করতে হবে, কীভাবে বুথ স্তরে সাংগঠনিক শক্তি বাড়াতে হবে সেবিষয়ে এদিন বক্তারা মূলত আলোকপাত করেন।

এদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেন, “মমতা ব্যানার্জীর লবি করুন, বাংলাকে রক্ষা করুন। ডানে, বামে, উপরে বা নীচে কেউ নেই। তৃণমূল কংগ্রেসে একটাই লবি সেই লবির নাম মমতা বন্দ্যোপাধ্যায়।” এদিনের কর্মী সম্মেলনে কয়েকশো ছাত্র-যুব অংশ নেয় বলে জানা গেছে।