নিজস্ব সংবাদদাতা : সমাজসেবী হিসাবে রাজ্যব্যাপী তাঁর পরিচিতি। রাজনীতিতেও পরিচিতি দীর্ঘদিনের। একাধিকবার নির্বাচনেও প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তিনি সরোজ রঞ্জন কাঁড়ার। হাওড়া জেলার মানুষের কাছে সরোজ কাঁড়ার হিসাবেই তাঁর অধিক পরিচিতি।
এবার বিজেপিতে বিজেপিতে যোগ দিলেন উদয়নারায়ণপুরের এই হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। জানা গেছে, কয়েকদিন আগে কোলকাতায় একটি অনুষ্ঠানে কৈলাশ বিজয়বর্গী ও মুকুল রায়ের উপস্থিতিতে এই প্রবীণ রাজনৈতিক নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, সরোজ বাবু কংগ্রেসে থাকাকালীন উদয়নারায়ণপুরের বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের হয়ে হাওড়া জেলা পরিষদের সদস্যও নির্বাচিত হন। তাঁর আগমনে উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রভাব আরও শক্তিশালী হবে বলে আশা গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের। যদিও তাঁর আগমনকে গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।