রাজীব ব্যানার্জীকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ! হাওড়ায় তৃণমূলের পোস্টার ঘিরে বিতর্ক

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : একুশের বিধানসভা ভোটের আগে বাংলাজুড়ে দলবদলের পালা যখন তুঙ্গে তখন হঠাৎই রাজ্যের ‘হেভিওয়েট’ নেতা তথা বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁকে ‘পরিযায়ী’ বলে কটাক্ষ করে পোস্টার পড়ল হাওড়ার ডোমজুড়ে।

মঙ্গলবার বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাঁর বিধানসভা কেন্দ্র হাওড়ার ডোমজুড়ে ‘ভূমিপুত্র’ চেয়ে তৃণমূলের পোস্টারকে ঘিরে বিতর্ক শুরু হয়েছে এলাকায়। পোস্টারে লেখা আছে ‘সুটেবুটে, পরিযায়ী আর নয় এবার ভূমিপুত্র চাই।’ এমনকি পোস্টারে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও রয়েছে। শুধু তাই নয়, পোস্টারের নিচে লেখা— ‘সৌজন্যেঃ ডোমজুড় কেন্দ্র তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ’।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হাওড়া সদরে রাজীবের সাথে অরূপের দীর্ঘদিনের দ্বন্দ্ব। ফলে হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়। তবে ডোমজুড়, সলপ রাজীবের শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। প্রসঙ্গত, মঙ্গলবার সকালে স্থানীয় তৃণমূল কর্মীরাই ডোমজুড়ের শলপ এবং বাঁকড়ায় এই পোস্টার লক্ষ্য করেন।

ইতিপূর্বে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তাঁর এবং শুভেন্দু অধিকারীর ছবিসহ পোস্টার লাগিয়ে ছিল ডোমজুড় এবং হাওড়া শহরের বিভিন্ন এলাকায়। উল্লেখ্য, রাজীব বন্দোপাধ্যায় বেশ কিছুদিন ধরে ‘বেসুরো’। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথাও হয়। মহাসচিবের সঙ্গে বৈঠকের পরেই কি ঘুরতে চলেছে রাজীবের রাজনৈতিক রথ? — এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক মহলে।