উলুবেড়িয়ায় ঝড়ে আহত ৪ চিলের বাচ্চাকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিলেন স্থানীয় দুই যুবক

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া থানা এলাকার উত্তর জগদীশপুর মিস্ত্রি পাড়ার ঘটনা। ঝড়ে পড়ে গিয়ে আহত ৪টি চিলের বাচ্চাকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দিলেন দুই স্থানীয় যুবক সেখ টিপু সুলতান ও ওয়াজেদ আলি । জানা গেছে রবিবার রাতের প্রচন্ড ঝড়ে গাছ থেকে পড়ে গিয়ে আহত হয় এই ৪টি চিলের বাচ্চা। চিলের বাচ্চাগুলিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করেন স্থানীয় এই দুই যুবক। পরে প্রাথমিক চিকিৎসার পর খবর দেওয়া হয় বনদফতরে। বনদফতরের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আহত ৪টি চিলের বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকারী যুবক টিপু সুলতান বলেন সকালে চিলের ৪টি বাচ্চা রাস্তার পাশে কাদায় মাখামাখি হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আমি এবং ওয়াজেদ আলী তাদের তুলে নিয়ে গিয়ে পরিষ্কার করার পাশাপাশি প্রাথমিক শুশ্রূষার ব্যাবস্থা করে বনদফতরে খবর দিই। বনদফতরের লোকজন ঘটনাস্থলে এলে আহত চিল বাচ্চা ৪টি কে তাদের হাতে তুলে দিই। বনদফতর সুত্রে জানা গেছে আহত ৪ টি চিলের বাচ্চাকে গড়চুমুক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। চিকিৎসার পর সেগুলিকে প্রকৃতির মধ্যে ছেড়ে দেওয়া হবে।

Leave a Comment