ক্ষমতায় এলে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে : আমিত শাহ

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে। মালদা থেকে রাজ্যের লোকসভা নির্বাচনের প্রচার শুরুর মঞ্চ থেকে সরকারি কর্মচারীদের এই বার্তা দিলেন বি জে পি র সর্বভারতীয় সভাপতি অমিত শা। বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন সেদিনের ব্রিগেডের মঞ্চে ৯ জন প্রধানমন্ত্রীর দাবিদার ছিলেন। কেউই সঠিক দিশা দেখাতে পারছেন না। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন সেদিনের সভামঞ্চে যে ২৩ জন নেতা নেত্রী ছিলেন, তাদের মুখ থেকে একবারের জন্যও বন্দেমাতরম ধ্বনি উচ্চারিত হয়নি বা ভারত মাতার নাম শোনা যায়নি। তারা নিজেদের কার্যসিদ্ধি করতেই ব্যাস্ত। আগামী লোকসভা ভোটে বি জে পি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন আগামী লোকসভা নির্বাচন শুধুমাত্র ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের জন্য ও গুরুত্বপূর্ণ। কারণ এই নির্বাচন ঠিক করে দেবে খুনি তৃনমূল সরকার আর থাকবে কিনা। সাধারণ মানুষ কে নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন সমস্ত বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। গত পঞ্চায়েত ভোটে তৃনমূল যে সন্ত্রাস চালিয়েছিল, তা এইবারে আর হবেনা। তিনি আরও বলেন গুজরাট সহ যে সব রাজ্যে বি জে পি সরকার রয়েছে সেই সব রাজ্যে সিন্ডিকেট কর লাগেনা। বিরোধী জোটকে কটাক্ষ করে তিনি বলেন কিসের ফ্রন্ট? আমরা মানুষের জীবন সুন্দর করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় চান শুধু মাত্র মোদিকে সরাতে। এই জোটের নেতারা চায় ঢিলেঢালা সরকার। আমরা দেশে মজবুত সরকার চাই। আর নরেন্দ্র মোদী ছাড়া শক্তিশালী সরকার আর কেউ দিতে পারবেনা বলেও তিনি মন্তব্য করেন।

Leave a Comment