দোল পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রামনগরের মানুষ মেতে উঠেছে প্রাচীন শীতলাপুজায়

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : দোলপূর্ণিমা উপলক্ষে প্রতিবছর হাওড়া জেলার উলুবেড়িয়ার রামনগর গ্রামের প্রায় ১০০০০ মানুষ মেতে ওঠেন প্রাচীন শীতলাপুজায়। প্রায় কয়েকশো বছরের সুপ্রাচীন ঐতিহ্যবাহী এই শীতলাপুজার প্রচলন। কথিত আছে বহু বছর আগে এখানে বসন্ত রোগের প্রকোপ থেকে বাঁচতে রামনগর গ্রামের মানুষ এই শীতলাপুজার প্রচলন করেছিলেন। তবে এই পুজার বিশেষত্ব হল যে এখানে কোন বিগ্রহ নেই। বড় বটবৃক্ষের নীচে কয়েকটি শিলা দেবীরূপে পুজিত হন।

বহু মানুষ এখানে মানত করে পুজো দেন। বহু মানুষ দন্ডী কাটেন। ধুনোপোড়ানোর চল এখানে দেখার মত। এখানে পুজোর রীতি অনুযায়ী পাঁঠাবলি হয়। এমনই এক ভক্ত ইতি মন্ডলের বলেন, ” এখানে আমি প্রতিবছর দন্ডী কাটি ও ধুনোপোড়াই। মা খুবই জাগ্রত। ” এখানে পুজোর শেষে বাতাসা ছড়ানো অর্থাৎ হরিরলুট দেখার মত। প্রায় ১ টন বতাসা এখানে হরিরলুট হয়। ভক্তরা পুজো শেষে প্রসাদ ও হরিরলুটের বাতাসা নিয়ে বাড়ি ফেরেন। আসলে মূর্তি বিহীন এই শীতলাপুজা প্রকৃতপক্ষে প্রকৃতিপুজোরই আর এক রূপ বলে মনে হয়।

Leave a Comment