পাঁচলা থানার বেলতলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল কলেজ ছাত্রীর

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : সোমবার সন্ধ্যায় পাঁচলা থানার বেলতলায় বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত যাত্রীদের মধ্যে মৃত্যু হল পায়েল পাল (২৪) নামে এক কলেজ ছাত্রীর। পায়েল আমতা রামসদয় কলেজের ছাত্রী। তাঁর বাড়ি উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের আমতা থানা এলাকার কুরিট গ্রামে। পায়েলের বাবা অসিত পাল স্থানীয় তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ কমিটির সভাপতি। সোমবার পায়েল ও তার জমজ বোন কোয়েল সাঁকরাইল থেকে সাঁকরাইল-আমতা রুটের বাসে করে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল। তখন তাঁদের বাসটি অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করার সময় উল্টো দিক থেকে আসা একটি রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৩০ জন বাসযাত্রী আহত হন। পায়েল ও তার বোন কোয়েলকে গাববেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে স্থানান্তরিত করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। সেখান মঙ্গলবার বেলায় সেখানেই পায়েলের মৃত্যু হয় বলে জানা গেছে। যমজ বোন কোয়েল মঙ্গলবার পর্যন্ত চিকিৎসাধীন। পায়েলের মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। উদয়নারায়ণপুর কেন্দ্রের বিধায়ক সমীর কুমার পাঁজা এই ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি মৃতার পরিবারের প্রতি তাঁর সমবেদনা জ্ঞাপন করেন।

Leave a Comment