বামেদের দেওয়াল লিখন মুছে দিয়ে তার উপর নিজেদের দলীয় প্রতীক আঁকার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : বামেদের দেওয়াল লিখন মুছে দিয়ে তার উপর নিজেদের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। উলুবেড়িয়া পুরসভার ২৪ নং ওয়ার্ডের ঘটনা। জানা গেছে এই ওয়ার্ডের একটি দেওয়ালে নিজেদের প্রতীক চিহ্ন আঁকা হয়েছিল বামেদের তরফে। সোমবার সকালে দেখা যায় বামেদের প্রতীক চিহ্ন মুছে দিয়ে তার উপর তৃনমূলের প্রতীক চিহ্ন আঁকা হয়েছে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা উপনির্বাচনে বাম প্রার্থী সাবির‌উদ্দিন মোল্লার অভিযোগ তৃণমূল কর্মীরাই এই কাজ করেছে। পশ্চিমবঙ্গে গনতন্ত্র নেই। নিজেদের হার নিশ্চিত জেনেই তৃনমূল এই ধরনের কাজ করছে। নির্বাচন কমিশনের আ্যাপে এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান। হাওড়া গ্রামীন জেলার তৃণমূল সভাপতি পুলক রায় সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি ভিত্তিহীন অভিযোগ। তৃণমূলের কর্মীরা এই ধরনের কাজ করেন না।

Leave a Comment